YouTube funny post --- ইউটিউব (YouTube)-এর কিছু লুকানো টিপস


ইউটিউব (YouTube)-এর কিছু লুকানো টিপস
...
টিপস - ১
প্রথমে YouTube যান,
এবার সার্চ বার এ Doge meme লিখে সার্চ দিন আর দেখুন ম্যাজিক, আপনার ইউটিউব এর ফ্রন্ট স্টাইল আর কালার পরিবর্তন হয়েগেছে
টিপস - ২
এবার সার্চ বার এ Beam me up Scotty লিখে সার্চ দিন বা এন্টার এ চাপ দিন, দেখবেন আপনার ইউটিউব স্ক্রিন এ বৃষ্টির মতো এফেক্ট উপর থেকে নীচের দিকে পরছে।
টিপস - ৩
এই ম্যাজিকটা খুব মজাদার Use the Force Luke লিখে সার্চ দিন বা এন্টার চাপুন, আপনার ইউটিউব অ্যানিমেটেড হয়ে যাবে ভিডিও এর সঙ্গে টেক্সট গুলো স্ক্রীন এ ভাসতে থাকবে।
টিপস - ৪
এবার আসি সবথেকে মজাদার ম্যাজিক এ এটা আমার খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে, এই ম্যাজিক এ ইউটিউব গানের তালে তালে নাচতে থাকবে।
ম্যাজিকটি দেখার জন্য আপনাকে সার্চ বারে Do the Harlem Shake লিখে সার্চ দিতে হবে কিছুক্ষণের মধ্যে একটা গান বাজবে আর ইউটিউব নাচবে।

ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য, এই পোস্ট এর মধ্যে কোন ভুল বা সমস্যা থাকলে অথবা আপনার কোন মতামত থাকলে নিছে কমেন্ট করে জনানোর জন্য অনুরুদ রইল। আথবা আমাদের গ্রুপে ও পোস্ট করে জানাতে পারেন :- গ্রুপ লিংক।

Comments :

Post a Comment